সেরা টেক ডেস্ক:
আইফোন মানেই অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সর্বশেষ ফিচার আর চওড়া বাজারমূল্য। কিন্তু সম্প্রতি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে এনেছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় এ বছরেই ৫জি সমৃদ্ধ আইফোন ১২ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই এর বাজারমূল্য কত হবে তা নিয়ে একটা হাইপ উঠেছে।
আইফোনের অন্যতম ট্রিজার প্রকাশকারী জন প্রোসার এক টুইট বার্তায় জানান, নতুন আইফোনের দাম শুরু হবে ৬৪৯ ডলার থেকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার টাকা।
তার টুইট অনুযায়ী নিচে নতুন আইফোনের সম্ভাব্য বাজারমূল্য দেওয়া হল:
৫জি নেটওয়ার্ক সমৃদ্ধ দুই ক্যামেরার ওলেড ডিসপ্লের আইফোন ১২ এর দাম ৬৪৯ ডলার।
পরবর্তী আইফোনে কনফিগারেশন ঠিক রেখে শুধু ডিসপ্লের সাইজ বড় হবে। যা ৬.১ ইঞ্চি করা হবে। এর বাজারমূল্য হবে ৭৪৯ মার্কিন ডলার।
এর পরের মডেলে ডিসপ্লে, কনফিগারেশন ঠিক রেখে ট্রিপল ক্যামেরা সেটআপ যুক্ত হবে। যা বিক্রি হবে ৯৯৯ মার্কিন ডলার।
আর এর পরবর্তী আইফোনের সবকিছু ঠিক রেখে শুধু ডিসপ্লের সাইজ বড় হবে। এই কনফিগারেশনের আইফোন ১২ বিক্রি হবে ১০৯৯ মার্কিন ডলারে। যা হবে ২০২০ সালের সবচেয়ে দামি আইফোন।
প্রোসার জানান, এক বিশ্বস্ত সূত্রের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এর আগে, এই সোর্স থেকেই তিনি আইফোন এসই’র বাজারমূল্য প্রকাশ করেন।
সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, করোনা বিপর্যয়ের জন্য অ্যাপল কর্তৃপক্ষ তাদের আইফোন ১২ এর উৎপাদন পিছিয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এ বছরের অক্টোবর বা নভেম্বরে বাজারে নতুন আইফোন আসবে।
সাধারণত, অ্যাপল বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাদের নতুন আইফোন বাজারে ছাড়ে।
সেরা নিউজ/আকিব