ইন্টারন্যাশনাল ডেস্ক:
কোভিড নাইন্টিনে রাশিয়ায় একই দিনে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটি জানায়, গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৯,৬২৩ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২৪ হাজার জনে। এর মধ্যে বেশিরভাগই রাজধানী মস্কোতে। তবে এখনো সেখানে পুরোপুরি লকডাউন ঘোষিত হয়নি। শহরটির মেয়র জানিয়েছেন, তিনি অবস্থা বিবেচনায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, রাশিয়ায় কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন ১,২২২ জন।
গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৫৭ জন। রাশিয়ায় গত মার্চের মাঝামাঝি সময় থেকে ঢিলেঢালাভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে যারা কুকুর পালেন তারা কুকুরকে হাটাতে বাইরে যেতে পারবেন। এছাড়া, বিশেষ অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ দেশটিতে।
ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় দীর্ঘদিন ভালো অবস্থায় ছিল রাশিয়া। তবে এখন সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করেছে সেখানে। এমন অবস্থায় আগামি ১১ মে পর্যন্ত সকল অফিস আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তেই এটি করা হয়েছে।
সেরা নিউজ/আকিব