স্পোর্টস ডেস্ক:
পবিত্র রমজান মাস উপলক্ষে ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা ফুটবলার তিন দেশকে ১ লাখ ১ হাজার ১ হাজার ডলার দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮৫ লাখ ২৪ হাজার টাকা। মূলত তিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও ইফতারের জন্য এই টাকা দিয়েছেন তিনি। দেশ তিনটি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক।
তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে তিনটি দেশে খাদ্য ও ইফতার বন্টন করে দেওয়া হবে।
ওজিলের দেওয়া টাকার মাধ্যমে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে রমজান মাস ব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বন্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্য।
তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক জার্মান ফুটবলার মেসুত ওজিলকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোয় ওজিলকে ধন্যবাদ। তার দেওয়া টাকার মাধ্যমে তুরস্ক, সিরিয়া ও সোমালিয়ায় অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টন করতে শুরু করবো।’
সেরা নিউজ/আকিব