সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম ফজলুল হক (৬৩) নামের আরও এক বাংলাদেশি মারা গেছেন। দেশটির স্থানীয় সময় শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশি করোনায় মৃত্যবরণ করেছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট ২২৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
ফজলুল হক করোনায় আক্রান্ত হয়ে একমাসেরও বেশি সময় ফ্লাশিংয়ের নিউইয়র্ক প্রেসবেটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
নারায়ণগঞ্জ জেলা সমিতি থেকে জানানো হয়েছে, একেএম ফজলুল হক ছিলেন প্রবাসের অন্যতম সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক উপদেষ্টা এবং আড়াইহাজার সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ডিবিতে আমেরিকায় এসেছিলেন। প্রথম দিকে ইয়েলো ট্যাক্সি চালাতেন। পরে অবশ্য উবার চালাতেন।
আরও জানা গেছে, প্রায় দুই মাস আগে ফজলুল হক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রায় এক মাসের মতো বাসায় ছিলেন। ডাক্তার এবং মেয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। একমাস পর তার অবস্থার অবনতি হলে তাকে জ্যামাইকার বাসা থেকে ফ্লাশিং প্রেস ব্যাটারিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১১ লাখ ৬১ হাজার এবং মারা গেছেন প্রায় ৬৮ হাজার। নিউইয়র্ক স্টেটে করোনায় আক্রান্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার এবং মারা গিয়েছেন প্রায় ২৪ হাজার। নিউইয়র্ক সিটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯৯ জন।
সেরা নিউজ/আকিব