ইন্টারন্যাশনাল ডেস্ক:
দেশের বিভিন্ন অংশে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে দেশজুড়ে মসজিদে নামাজ আদায় বন্ধ রেখেছে দেশটি। আগামীকাল সোমবার থেকে দেশের বড় অংশগুলোয় মসজিদ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, করোনা সংক্রমণ বৃদ্ধির পর গত মার্চ থেকে দেশজুড়ে মসজিদ বন্ধ রেখেছে ইরান। রুহানি জানিয়েছেন, আগামীকাল থেকে ১৩২ কাউন্টি বা দেশের এক-তৃতীয়াংশ প্রশাসনিক বিভাগগুলোয় মসজিদ খুলে দেয়া হবে। তিনি বলেছেন, একযোগে নামাজ পড়ার চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইসলামে নিরাপত্তা আবশ্যক। অন্যদিকে, মসজিদে নামাজ পড়া আবশ্যক নয়, কেবল পরামর্শ দেয়া হয়েছে।ইরানি প্রেসিডেন্ট বলেন, যেসব কাউন্টিতে মসজিদ খুলে দেয়া হয়েছে, সেগুলোয় করোনার ঝুঁকি কম। দেশটির ভাইরাস টাস্কফোর্স কমিটির এক বৈঠকে এসব কথা বলেন রুহানি। তিনি জানান, আগামী ১৬ই মে থেকে দেশজুড়ে স্কুল খুলে দেয়ার কথাও ভাবছে কমিটি।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ইরানজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ১৫০ জন। আক্রান্ত হয়েছেন আরো ৯৬ হাজার ৪৪০ জন। শনিবার দেশটিতে ১০ মার্চের পর সবচেয়ে কম সংক্রমণ ধরা পড়েছে।”
সেরা নিউজ/আকিব