নিরবতা ভেঙে সরব হচ্ছে ইতালি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিরবতা ভেঙে সরব হচ্ছে ইতালি - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

নিরবতা ভেঙে সরব হচ্ছে ইতালি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাসের প্রভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যায় ইতালি যেন মৃতনগরীতে পরিণত হয়েছিল। তবে এবার করোনা দুর্বল হতে থাকায় আশা জাগছে ইতালিতে। কয়েকদিনে কমেছে মৃতের সংখ্যা, বেড়েছে সুস্থতা। নতুন সংক্রমণের হারও কম। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেয়া তথ্য অনুযায়ী,গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর  এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার। আর আক্রান্ত দুই লাখ ১১ হাজার ৯৩৮ জন।  সোমবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৫ জন ও সংক্রমিত ১ হাজার ২২১ জন। দেশটিতে গত একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১২২৫ জন করোনা রোগী। এ নিয়ে সুস্থতার সংখ্যা ৮২ হাজার ৮৭৯ জন।

এদিকে লকডাউন শিথিলের প্রথম দিনে কাজে ফিরেছে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ।

খুলেছে অফিস আদালত, উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানপাঠ। রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

ইতালিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা রয়েছে। লকডাউন শিথিল করা হলেও কোভিড-১৯  করোনা ভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে পাবলিক পরিবহণসহ বাইরে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360