ইন্টারন্যাশনাল ডেস্ক:
দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জার্মানিতে করোনাভাইরাস মহামারির প্রথম পর্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন। তবে তা সত্ত্বেও বর্তমান কড়াকড়ির মেয়াদ আরও এক মাস বাড়ানো হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ ৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়িছেন। একই সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘করোনা মহামারির প্রথম পর্যায় শেষ হয়ে গেছে।’
মেরকেলের মতে, জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের আচরণের ওপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে।
তিনি আরও মনে করিয়ে দেন যে, জার্মানির ফেডারেল কাঠামোর কারণে প্রত্যেক রাজ্য নিজস্ব পথ বেছে নিলেও সামাজিক ব্যবধানের মতো মৌলিক প্রশ্নে দেশজুড়ে একই নীতি বজায় থাকছে।
বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণের ঝুঁকি অবশ্যই বেড়ে যাচ্ছে। স্থানীয় বা আঞ্চলিক স্তরে সংক্রমণ আচমকা বাড়লে সেসব এলাকার জন্য কড়াকড়ি আবার চালু করার ব্যবস্থা থাকবে। অর্থাৎ প্রয়োজনে যে কোনো অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে। সেই লক্ষ্যে স্পষ্ট নীতিমালা স্থির করা হয়েছে।
জার্মানির রাজ্যগুলো পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে। সেইসঙ্গে ফেডারেল স্তরেও কিছু বিধিনিয়ম শিথিল করা হচ্ছে।
এতদিন শুধু পরিবার ও নিজ বাসস্থানের সদস্যদের সঙ্গে প্রকাশ্যে বের হওয়ার অনুমতি ছিল। কিন্তু সার্বিকভাবে সংক্রমণের হার কমে যাওয়ায় এবার অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংক্রমণ ঘটলে সহজেই তার গতিপ্রকৃতি জানা যাবে।
দোকান ব্যবসাকেন্দ্র খোলার ক্ষেত্রেও প্রাথমিক বিধনিষেধ তুলে নেওয়া হচ্ছে। দোকানের আয়তনের ক্ষেত্রে আর ৮০০ বর্গমিটারের শর্ত কার্যকর থাকছে না। কিন্ডার গার্টেন খোলার প্রশ্নেও কিছু নিয়ম স্থির করে দিয়েছেন মেরকেল ও মুখ্যমন্ত্রীরা। এর ভিত্তিতে রাজ্যগুলো নিজস্ব সিদ্ধান্ত নেবে।
জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা-ও মে মাসে সীমিত আকারে চালু হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। প্রসঙ্গত, জার্মানিতে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে প্রায় ৭ হাজার মারা গেছে; সুস্থ ১ লাখ ৩৭ হাজারের বেশি।
সূত্র: ডয়েচেভেলে
সেরা নিউজ/আকিব