অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র। এমনকি সমুদ্রসৈকত ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। তাই সমুদ্রপথে টহল দেয় সেসব দেশের সরকারি জাহাজ। টহল দিতে গিয়েই দৃশ্যটি নজর কাড়ে তাদের।
সূত্র জানায়, টহলরত জাহাজের কর্মকর্তারা হঠাত্ করেই জাহাজটির পাশে একদল ডলফিন নাচতে দেখেন। কিন্তু এভাবে একঝাঁক ‘বটলনোজ ডলফিন’ সহজে চোখে পড়ে না। বিষয়টি নজর কাড়ে থাইল্যান্ডের মু কো সিমিলান ন্যাশনাল পার্ক আইল্যান্ডসের কর্মকর্তাদের।
কর্মকর্তারা জানান, তারা প্রথমে কিছুটা অবাক হয়ে যান। কারণ আন্দামান সাগরের বুকে এমন বিরল দৃশ্য খুব একটা দেখা যায় না। যদিও আগে পানিতে জাহাজের আনাগোনা ছিল। মানুষ ভেসে বেড়াতো। দ্রুতগতি সম্পন্ন বোট চলতো। তাই হয়তো এসব ডলফিন তখন খেলতে আসতো না।
যেহেতু করোনাভাইরাসের কারণে এখন গোটা বিশ্ব থমকে আছে। সেহেতু সাগরের পানিতে মানুষের উপদ্রব কম। তাই হয়তো ওভাবে নাচতে সাহস পেয়েছিল ডলফিনগুলো। মনে হচ্ছিল, ডলফিনগুলো অফিসারদের ধন্যবাদ জানাচ্ছিল। নাচতে নাচতে জাহাজের খুব কাছে চলে আসছিল।
সেরা নিউজ/আকিব