স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে লকডাউন বিশ্বের অধিকাংশ রাষ্ট্র। বিশ্বজুড়ে লকডাউনের অংশ হিসেবেও বাংলাদেশেও চলছে টানা লকডাউন। এর সবকিছু বন্ধ থাকার কারনে নেতিবাচক প্রভাব পড়ছে দেশের ক্রীড়াঙ্গনেও। লকডাউন ও খেলা না থাকায় অনেক খেলোয়াড়ের আয়ের পথ বন্ধ।
এই সংকটকালীন অবস্থাতে এমন খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে দেশের সাবেক-বর্তমান হকি খেলোয়াড়দের সংগঠন হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক আবু সায়েম শাহীনের সার্বিক সহায়তায় অসহায় এমন প্রায় ৫০০ খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
দেশজুড়ে লকডাউনের কারণে উপহার নিতে ঢাকায় আসতে না পারা দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের কুরিয়ারের মাধ্যমে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এব্যাপারে জানতে চাইলে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে আবু সায়েম শাহীন বলেন ‘খেলোয়াড়দের যে কোনো দুঃসময়ে পাশে থাকবে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ নেয়া হবে।’
তিনি আরও জানান পবিত্র ঈদুল ফিতরের আগে খেলোয়াড়দের আবারো উপহার সামগ্রী দেয়া হবে । এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, শহীদুল্লাহ টিটু, মওদুদুর রহমান শুভ, রাহুল রায়, মাকসুদ আলম হাবুলসহ অন্যান্যরা।
সেরা নিউজ/আকিব