ইন্টারন্যাশনাল ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বিজয় দিবস পালন ও এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৪৫ সালের এদিন সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের কাছে পরাজিত হয় জার্মান নাৎসি বাহিনী। বিশ্বজুড়ে এ দিন যুদ্ধে নিহতদের স্মরণে নানা অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ৭৫তম বার্ষিকীতে বড় ধরণের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সব ধরণের জন সমাবেশ ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুতিন নিজেও নিরাপত্তা প্রহরার মধ্যে একা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতির উদ্দেশ্যে ছোট একটি ভাষণও প্রদান করেন তিনি। এরপর আকাশ থেকে রুশ বিমান বাহিনী নিহত সোভিয়েত সেনাদের সম্মানিত করতে একটি প্যারেডে অংশ নেয়।
এতে ৭৫টি বিমান ও হেলিকপ্টার অংশ নেয়।
আল জাজিরার সাংবাদিক অকসানা ব্রাউন মস্কো থেকে জানান, এসময় রাজধানীর প্রধান শহরগুলো ছিল ফাঁকা। সাধারণত এ দিনে রাশিয়ার সব মানুষ বাইরে বেড়িয়ে আসেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু কোভিড-১৯ এর কারণে এবার অন্যরকম পরিবেশ দেখা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯৪১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে হিটলারের নাৎসি বাহিনী। এরপরই নাৎসিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে সোভিয়েত রেড আর্মি। ১৯৪৫ সালের এ দিনে কমিউনিস্টদের হাতে পতন হয় নাৎসি বাহিনীর।
সেরা নিউজ/আকিব