স্পোর্টস ডেস্ক:
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বার্সেলোনার অন্যতম লক্ষ্য আর্জেন্টিনার ইন্টার মিলান স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। কিন্তু বাজারে তার দাম আরও বাড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। বার্সার সঙ্গে তরুণ এই আর্জেন্টাইনকে নেওয়ার লড়াইয়ে নেমেছে তারা।
তবে বার্সেলোনা আশা করছে, শেষ পর্যন্ত তারা মর্টিনেজকে দলে নিতে পারবে। সেক্ষেত্রে মেসির এই জাতীয় দলের সর্তীথের বার্সায় আসার আগ্রহকেই পুঁজি করছে তারা।
পিএসজির সঙ্গে উরুগুয়ে স্ট্রাইকার এডিনসন কাভানির চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমে। ইন্টার মিলান থেকে এক বছরের চুক্তিতে মাউরো ইকার্দিকে দলে আনে পিএসজি। তার মেয়াদও শেষ। যদিও পিএসজি তাকে রেখে দেওয়ার কথা ভাবছে বলে সংবাদ মাধ্যমের খবর। ওদিকে নেইমার প্যারিস ছাড়তে মুখিয়ে আছেন।
কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করছেন না এই তরুণ। তাকেও তাই পিএসজি ধরে রাখার আশা দেখছে না। কাতারি অর্থের ঝনঝনানি দেখিয়ে পিএসজি তাই ইন্টার মিলানের ১১১ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে মার্টিনেজকে দলে আনার চেষ্টা করছে।
তবে পিএসজির সঙ্গে পাল্লা দিতে বার্সেলোনা নিয়েছে নতুন পরিকল্পনা। তারা ইন্টার মিলানকে ছয়জন ফুটবলারের তালিকা দিয়েছে। সেখান থেকে মার্টিনেজের দামের সমান যেকোন ফুটবলার নিতে পারেন ইন্টার মিলান কোচ কন্তে।
বার্সার ওই ছয় ফুটবলারের মধ্যে আছেন ফ্রান্স ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি, স্পেনের ২৩ বছর বয়সী লেফট ব্যাক জুনিয়র ফিরপো। যে কি-না সেন্ট্রাল মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবেও খেলতে পারেন।
এছাড়া জেন টডিবো, ফ্ল্যামেঙ্গোতে ধারে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা, উগুরুয়ে মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো আছেন তালিকায়। এদের মধ্যে ভিদাল এবং সেমেদোকে ইন্টারের পছন্দ বলেও সংবাদ মাধ্যমের খবর।
সেরা নিউজ/আকিব