করোনা মোকাবিলায় ব্যর্থ ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার (৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারাক ওবামার একটি অডিও প্রকাশ হয়। অডিওতে ওবামা করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের প্রস্তুতিকে নিন্দা করে ‘বিশৃঙ্খল-বিপর্যস্ত’ বলে অভিহিত করেন।
ওবামা তার প্রশাসনের প্রাক্তন সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপে ছিলেন। ফাঁস হওয়া এই অডিও ক্লিপে ওমাবা প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করেন।
হোয়াইট হাউসের প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ নাকচ করতে বিচার বিভাগের নজিরবিহীন পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন ওবামা। ‘আইনের শাসন ঝুঁকিপূর্ণ’— বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন মার্কিন নির্বাচনে জো বাইডেনের প্রচার-প্রচারণায় আরও সক্রিয় হতে ও উৎসাহ দিতে ফোন কলটি করছিলেন ওবামা।
৩০ মিনিটের ফোনালাপে ওবামা আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, যাইহোক, প্রয়োজনে যতটা সময় ব্যয় করব এবং জো বাইডেনের পক্ষে যতটা সম্ভব প্রচারণা চালাচ্ছি।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮০ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩১৮ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩৮ হাজার ৮০ জন।
সেরা নিউজ/আকিব