শপথ নিলেন আতিকুল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
শপথ নিলেন আতিকুল - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

শপথ নিলেন আতিকুল

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীকে আধুনিক এবং সবার নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসির নগর ভবনে বুধবার (১৩) সীমিত পরিসরে এক অনুষ্ঠানে মেয়র পদে দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণের পর আতিকুল এ অঙ্গীকার ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফা তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

ভার্চুয়াল ব্রিফিংয়ে আতিকুল বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যেমন সবাই এগিয়ে এসেছেন, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের তিন দিনে একদিন জমা পানি ফেলে দেয়ার আহ্বান জানান মেয়র।

মেয়র পদে আতিকুলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। একই দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগেরই প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর ২৭ ফেব্রুয়ারি তারা শপথ নেন।

ডিএনসিসির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে ডিএসসিসির মেয়র পদে মোহাম্মদ সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে। ফলে ১৭ মে দায়িত্ব নেবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360