করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋন চুক্তি সই - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋন চুক্তি সই - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋন চুক্তি সই

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৮৫০ কোটি টাকার (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ চুক্তি সই হয়েছে।

বুধবার (১৩ মে) এ ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন।

করোনা সংক্রমণের পর এ দুর্যোগ মোকাবিলায় তিন ধাপে বাংলাদেশকে ঋণ অনুমোদন দেয়। এর মধ্যে প্রথম ধাপে ২ কোটি ৫৫ লাখ (৩ লাখ মার্কিন ডলার), দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি (১০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং তৃতীয় ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়।

গত ১১ মে ইআরডি ও এডিবি প্রথম ধাপে চার হাজার ২৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করে। বুধবার (১৩ মে) দ্বিতীয় ধাপে ৮৫০ কোটি টাকার ঋণচুক্তি সই করল তারা।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশ আমাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক সময়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ানো করোনা মহামারি ঠেকাতে আমরা ১০০ মিলিয়ন ডলার দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। স্বাস্থ্য খাতের স্বল্প ও মধ্য মেয়াদি প্রতিবন্ধকতা মোকাবিলায় সরকারকে আমাদের এই ঋণ সহায়তা সহযোগিতা করবে। আমার বিশ্বাস, বাংলাদেশ সরকারের করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ ও স্বাস্থ্য খাতের পুনর্গঠনের মাধ্যমে তারা এ ক্ষেত্রে সফল হবে।’

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360