লকডাউনে অন্যরকম সময় কাটাচ্ছেন রাইমা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
লকডাউনে অন্যরকম সময় কাটাচ্ছেন রাইমা - Shera TV
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

লকডাউনে অন্যরকম সময় কাটাচ্ছেন রাইমা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

বিনোদন ডেস্ক:

নভেল করোনাভাইরাস রুখতে গৃহবন্দি থেকে নানারকম উপায়ে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারকারা। রান্না থেকে জিম কিংবা ছবি আঁকা, নাচ-গান নিয়েই এখন তারা ব্যস্ত। এমনকী অনুরাগীদের ব্যস্ত রাখতেও তাদের জন্য রাখছেন প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ। কিন্তু এক্ষেত্রে আলাদা অভিনেত্রী রাইমা সেন। লকডাউনে একেবারে অন্যরকম সময় কাটাচ্ছেন তিনি। এর আগে জিমে এতটা সময় কাটাননি যতটা এখন দিচ্ছেন- এমনটাই মত তার। তবে শুধু ওয়ার্কআউটের ছবি দিয়েই ভরিয়ে তুলছেন না সোশাল মিডিয়া। পাশাপাশি রাখছেন কিছু পুরোনো না দেখা ছবিও।

এমনকি এই একঘেয়ে লকডাউনের জীবনে কীভাবে সময় কাটাচ্ছেন ফ্যানদের সঙ্গে তাও শেয়ার করে নিচ্ছেন তিনি। আর তার শেয়ার করা সেই সব ছবিতেই ইনস্টাগ্রাম ভরেছে। প্রতিটি ছবিতেই লাইক, কমেন্টের বন্যা বইছে। নিজেকে নস্টালজিয়ায় রাঙিয়ে নিয়েছেন ছোটবেলার ছবি পোস্ট করেও। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের এই মহামারীর নেপথ্যে তিনি মানুষকেই দায়ী করেছেন। তার মতে দীর্ঘদিন ধরে প্রকৃতির উপর আমরা সকলে যে অত্যাচার চালিয়ে এসেছি এটা তারই প্রতিক্রিয়া। রাইমা সেন বলেন, আমরা সবকিছুকেই নিজের মতো করে চালিয়ে নেয়ার চেষ্টা করছিলাম। এই লকডাউন আমাদের সেই জায়গাটাকেই দেখিয়ে দেয়ার চেষ্টা করছে। এই মুহুর্তে আমরা সম্পর্কে নিয়ে ভাবতে শুরু করেছি, তার মূল্যায়ন করতে শিখছি। এখন প্রত্যেকের একটাই প্রার্থনা বিশ্ব  যেন করোনামুক্ত হয়। আর এই একটাই স্বপ্ন আমাদের আবার এক হতে শিখিয়ে দিচ্ছে। অনুরাগী  থেকে সকলের কাছেই রাইমা আবেদন করেছেন নিয়ম মেনে এই করোনা লড়াই চালিয়ে যাওয়ার।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360