স্পোর্টস ডেস্ক:
করোনা কালে খুব পরিচিত শব্দ ‘সামাজিক দূরত্ব’। মরণভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সবখানে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। ফুটবল মাঠেও এর ব্যতিক্রম নয়।
আজ বুন্দেসলিগা দিয়ে দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরেছে ইউরোপিয়ান ফুটবল। সন্ধ্যা সাড়ে ৭টায় ‘রেভিয়ারডার্বি’ দ্বৈরথে মুখোমুখি হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড-শালকা জিরো ফোর। ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ২৯তম মিনিটে প্রথম গোল আসে উদীয়মান তারকা আরলিং ব্রট হালান্দের পা ছুঁয়ে। ৪৫তম মিনিটে দ্বিতীয় গোল করেন রাফায়েল গুরেইরো।
কিন্তু হালান্দ-গুরেইরোদের গোল উদযাপন করতে হয়েছে সোশ্যাল ডিসটেন্স রুল মেনে। কেউ কাউকে স্পর্শ করেননি।
অন্য সময় হলে নিশ্চিতভাবেই ঝাঁপিয়ে পড়তেন একে অন্যের ওপর।
করোনার কারণে দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। খেলোয়াড়-স্টাফ-সংবাদকর্মী, সব মিলিয়ে ৩০০ মানুষ দেখা গেছে বরুশিয়া ডর্টমুন্ডের হোম ভেন্যু সিগনাল ইদুনা পার্কে। অথচ প্রায় প্রতিটি মৌসুমেই ইউরোপের শীর্ষ ৫ লীগের মধ্যে এ ভেন্যুতে দর্শক উপস্থিতি সর্বাধিক।
সেরা নিউজ/আকিব