ইন্টারন্যাশনাল ডেস্ক:
কানাডায় লকডাউন শিথিল হচ্ছে আগামী সপ্তাহ থেকে। করোনাভাইরাসের প্রকোপ কমতে থাকায় সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫১ জন এবং মারা গেছে ১১৭ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮৬৪ জন এবং মারা গেছে ৫ হাজার ৬৭৯ জন।
এদিকে ঈদ সামনে রেখে প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা বেচাকেনা শুরু করেছেন অনলাইনে।
এসবের মধ্যে আছে বাহারি রকমের শাড়ি, চুড়ি, কানের দুলসহ সাজগোজের নানা রকমের গহনা ও প্রসাধনী সামগ্রী। পুরুষের জন্য পাঞ্জাবি আর ছোটদের জামাকাপড়।
দোকানের পসরা সাজিয়ে মেলায় না যেতে পারলেও অনলাইনে কেনাকাটা চলছে হরহামেশাই।
বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন জানালেন, সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার ক্ষেত্রে ভার্চুয়াল ও সামাজিক যোগাযোগমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ মুহূর্তে কেনাকাটার চেয়ে মহামারীকে কীভাবে জয় করা যায়, এটিই আমাদের প্রধান বিবেচ্য বিষয়।
ক্যালগেরির বারাকা অ্যাপারেলের স্বত্বাধিকারী আরিফা রব্বানি জানালেন, বর্তমান পরিস্থিতিতে বেচাকেনা তেমন নেই বললেই চলে। তবে অনলাইনে প্রচুর অর্ডার পাচ্ছি, নিয়মিত ক্রেতার পাশাপাশি নতুন ক্রেতারাও অর্ডার দিচ্ছেন। সবই সম্ভব হচ্ছে অনলাইনের কল্যাণে। সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকারও পরামর্শ দেন তিনি।
সেরা নিউজ/আকিব