সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের নিয়ে এই অঙ্গরাজ্য ২৪২ জন বাংলাদেশি প্রাণ হারালেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেলেন ২৬৩ জন বাংলাদেশি।
করোনায় আক্রান্ত হয়ে বুধবার নিউইয়র্কে মারা যাওয়াদের একজন ব্রুকলিনের বাসিন্দা শেয়ার ব্যবসায়ী শেখ আব্দুর রাজ্জাক। নিউইয়র্কের আপ স্টেটের বাফেলো শহরে মারা গেছেন ২২ বছরের তরুণ শাহরিয়ার রহমান নাবিল। এছাড়া মারা গেছেন জ্যামাইকা শহরের বাসিন্দা এক নারী। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। তবে বুধবার বাড়ি ফিরে আসার কথা থাকলেও গভীর রাতে হাসপাতালেই মারা গেছেন।
জানা গেছে, বাংলাদেশি বেশ কয়েকজন নারী ও পুরুষ করোনায় চিকিৎসা নিয়ে সুস্থ হলেও ফের আক্রান্ত হয়েছেন। এদের কেউ আবার হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। এরইমধ্যে সুস্থ হয়ে আবার মারা গেলেন ওই নারী। তার মৃত্যুর ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে কমিউনিটিতে।
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের বাইরে নিউজার্সিতে ৮ জন, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, মেরিল্যান্ডে ২ ও ম্যাসাচুয়েটসে ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সেরা নিউজ/আকিব