করোনা মহামারির ছয় মাস পর এই প্রথমবারের মতো চীনে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মার্চ থেকেই চীনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এই প্রথম দেশটিতে নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয় নি।
জনগণের চলাচলে বড় ধরনের নিষেধাজ্ঞা মূলত দেশটিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করেছে। তবে বহিরাগত নাগরিক যারা চীনে ফিরে আসছে তারা সংক্রমিত হয়ে আসছেন। এ থেকেই নতুন করে সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।
বিদেশ থেকে ফিরে আসা এসব বাসিন্দাদের থেকে দেশটির উত্তর-পূর্ব সীমান্ত প্রদেশ জিলিন ও হিলংজিয়াংয়ের সম্প্রতি সংক্রমিত হওয়ার রেকর্ড পাওয়া গেছে।
চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছে এবং ৪ হাজার ৬৩৪ জনের প্রাণহানি হয়েছে।
চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।
সেরা নিউজ/আকিব