ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা আক্রান্ত শনাক্তে ব্রাজিল এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। দেশটিতে করোনার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
রোববার (২৪ মে) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণায় বলেছেন, ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা সংক্রামিত ব্যক্তি দ্বারা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আমাদের পরিবহন ব্যবস্থা, অবকাঠামো এবং জাতীয় সুরক্ষার জন্য হুমকিস্বরূপ।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আমি ঠিক করেছি, ব্রাজিল থেকে বিদেশি অভিবাসী ও টুরিস্টকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ও স্থগিত করা হবে। এই নিষেধাজ্ঞাটি এখন সে সব নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার ১৪ দিন আগে ব্রাজিলে ছিলেন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ হতে চলেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৬ লাখে। চীন থেকে উদ্ভূত হওয়ার পর ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে এখন সংক্রমণের নতুন উপকেন্দ্র হতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে আক্রান্ত ১৬ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৩৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।
সেরা নিউজ/আকিব