পদত্যাগ করলেন জনসনের প্রধান উপদেষ্টা ডগলাস রস - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
পদত্যাগ করলেন জনসনের প্রধান উপদেষ্টা ডগলাস রস - Shera TV
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন জনসনের প্রধান উপদেষ্টা ডগলাস রস

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস লকডাউন ভঙ্গ করেছেন এমন অভিযোগে তোলপাড় চলছে বৃটেনে। এ উত্তেজনায় পদত্যাগ করেছেন জনসনের স্কটল্যান্ড বিষয়ক আন্ডার সেক্রেটারি ডগলাস রস। ডমিনিক কামিংস নিজের পক্ষে সাফাই গাওয়ার প্রতিবাদে তিনি এমনটা করেছেন। ডগলাস রস বলেছেন, সরকারের গাইডলাইন ইস্যুতে সিনিয়র উপদেষ্টার দৃষ্টিভঙ্গি দেশের বেশির ভাগ মানুষ শেয়ার করেন না। তার পদত্যাগের সিদ্ধান্তে ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন এমন সিদ্ধান্তে অনুশোচনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, লকডাউন চলাকালে মার্চে স্ত্রীকে সঙ্গে নিয়ে ডমিনিক কামিংস ২৬০ মাইল পথ গাড়ি চালিয়ে নিজের পিতামাতার ফার্মে যান। এ সময় তার সন্তানও সঙ্গে ছিল। কেন তিনি এই সফরে গিয়েছিলেন তারও ব্যাখ্যা করেছেন।

কিন্তু তার এ ব্যাখ্যা সম্পর্কে বিবৃতিতে ডগলাস রস বলেছেন, তার উদ্দেশ্য হয়তো ভাল ছিল। কিন্তু এই খবরের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাতে সরকারি নির্দেশাবলীতে কামিংস যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তার সঙ্গে জনগণের অনুভূতি মেলে না। কারণ, এসব মানুষ সরকারের নির্দেশমতো নিজেরা পরিচালিত হয়েছে। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও রস কিন্তু মোরে আসন থেকে কনজার্ভেটিভ দলের এমপি থাকবেন। তিনি বিবৃতিতে বলেছেন, আমি তাদের সঙ্গে আছি, যারা তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে পারেন নি, যেসব পরিবার শোকের সময় সবাই একত্রিত হতে পারেন নি। যেসব মানুষ তার অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে পারেন নি। কারণ, এসব মানুষ সরকারের গাইডলাইন অনুসরণ করেছেন। আমি এসব মানুষকে ভুল বলতে পারি না। বলতে পারি না সরকারের সিনিয়র ওই উপদেষ্টা সঠিক কাজ করেছেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360