অনলাইন ডেস্ক: এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত এমডিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দেশের আরেক প্রতিষ্ঠান সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। রাজধানীর গুলশান থানায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের মামলার বিবরন থেকে এই তথ্য জানা যায়। তাছাড়া তাঁরা পদস্থ দুই ব্যাংক কর্মকর্তাকে বনানীর একটি বাসায় জোর করে আটক রেখে নির্যাতন করেন এবং সাদা কাগজে সই নেন বলেও অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাঁরা হলেন সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদার। মামলা দায়ের পর থেকে দুই ভাই পলাতক আছেন।
মামলার বিবরণে বলা হয়, ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে পুরো ঘটনাটি ঘটেছে গত ৭ মে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরেই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে সাক্ষর নেন। সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের সঙ্গে তাঁর ছবিও তোলা হয় বলেও মামলার বিবরনীতে উল্লেখ করা হয়। তবে এই ঘটনার পর ১২০ দিন পর এক্সিম ব্যাংক মামলা করেছে গত ১৯ মে। ।
মামলার ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। এই মামলার দুই আসামি পলাতক আছেন। তাঁদের পেলেই গ্রেপ্তার করা হবে।