বিনোদন ডেস্ক:
করোনা ভাইরাসে কারণে গৃহবন্দি জীবন যাপন করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গৃহবন্দি এই সময়টা বেকার বসে নেই তিনি। নিজকে ও পরিবারকে নিয়েই ব্যস্ত আছেন তিনি। এর বাইরে গল্প লিখছেন বলে জানালেন।
লকডাউনে ঘরে বসে লেখা একটি গল্প নিয়ে ‘একা’ শিরোনামে ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করলেন নির্মাতা অনিমেষ আইচ। ঘরে বসেই সবাই এই স্বল্পদৈর্ঘ্যের অভিনয় করেছেন।
পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ। শুটিং করেছেন নিজের বাসায়। এতে ভাবনাসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও রুনা খান।
বিষয়টি নিয়ে ভাবনা বলেন, ‘করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে আমি ছবি আঁকাআঁকির মধ্যেই ছিলাম। অনিমেষ আইচের অনুপ্রেরণাতেই মূলত গল্পটা লেখা। এটি করোনাকেন্দ্রিক গল্প। মানবিক বিষয়বস্তু নিয়ে লিখেছি। একজন গৃহকর্মীর গল্প।’
ভাবনার লেখা স্বল্পদৈর্ঘ্যটি বায়োস্কোপ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।
সেরা নিউজ/আকিব