করোনাকে হারিয়ে দিলেন ১০৩ বছরের বৃদ্ধা! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনাকে হারিয়ে দিলেন ১০৩ বছরের বৃদ্ধা! - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

করোনাকে হারিয়ে দিলেন ১০৩ বছরের বৃদ্ধা!

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়েই অনেক বয়স্ক মানুষই কোভিড-১৯ থেকে সেরে উঠছেন। এদের মধ্যে মধ্যে একশো বছর বা তার বেশি বয়সেরও অনেকেই আছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবার যে বৃদ্ধার কাণ্ড সামনে এল তা মনে হয় আগে শোনা যায়নি। পরে তার ওই রোগ মুক্তির উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবর নিউইয়র্ক টাইমসের।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জেনি স্টেনা নামে ১০৩ বছরের এক বৃদ্ধা করোনামুক্ত হয়ে নার্সিংহোমের বেডে শুয়েই সশব্দে খুলে ফেললেন বিয়ারের বোতল।

তিন সপ্তাহ আগে জেনি স্টেনা অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হন। চিকিৎসকরা যখন জানান তার করোনা পজিটিভের কথা, জেনি কোভিড-১৯ কী তা বুঝতেই পারেননি। তারপর তার চিকিৎসা শুরু হয়।

করোনার সঙ্গে যুদ্ধ করে তিন সপ্তাহেই সুস্থ হয়ে ওঠেন জেনি। তিনি যে নার্সিংহোমে ছিলেন সেখানে আরও ৩৩ জন ভর্তি হন করোনা নিয়ে। তাদের চিকিৎসা এখনও চলছে।

জেনিই প্রথম, যিনি এই নার্সিংহোম থেকে সুস্থ হয়ে ওঠেন, তাও আবার ১০৩ বছর বয়সে।

তবে এক সময় জেনির অবস্থার অবনতি হতে শুরু করেছিল। তখন তার পরিবারের সদস্যদের নার্সিংহোমে ডেকে পাঠানো হয়। এমনকি, শেষবার জেনির সঙ্গে দেখা করার কথাও বলা হয়। কিন্তু পরিবারের সদস্য ও চিকিৎসকদের অবাক করে সুস্থ হয়ে ওঠেন জেনি। ১৩ মে নার্সিংহোমের তরফে ঘোষণা করা হয় জেনি করোনামুক্ত।

জেনির সুস্থ হয়ে ওঠার আনন্দ উদযাপন করেন নার্সিংহোমের কর্মীরা। জেনি কী খেতে চান জানতে চাওয়া হলে নার্সিংহোম কর্মীদের জেনি বলেন, তার প্রিয় বিয়ার এনে দিতে।

তার ইচ্ছে মতো এক বোতল ঠান্ডা বিয়ার এনে দেয়া হয়। নিজেই সশব্দে সেই বোতল খুলে চুমুক দেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও হন।

পরে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। আর এমন এক ছবি ভাইরাল হতেও সময় নেয়নি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360