যুক্তরাষ্ট্রে লুইস ভুইটনের শোরুমে লুট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যুক্তরাষ্ট্রে লুইস ভুইটনের শোরুমে লুট - Shera TV
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে লুইস ভুইটনের শোরুমে লুট

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

সেরা নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে দেশটিতে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলন ক্রমেই জোরালো হয়ে উঠছে। টানা ষষ্ঠ দিনের মতো স্থানীয় সময় রোববারও দেশটির প্রায় সবগুলো শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ২০টি রাজ্যের ৪০টি শহরে কারফিউ জারি করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সহিংসতা। রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অপরদিকে বিশ্বের সবচেয়ে দামী ব্যাগের দোকান  ‘লুইস ভুইটন’ লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্র চলমান বিক্ষোভের সময় একযোগে শোরুমে হামলা চালিয়ে লুটপাট করেছে বিক্ষোভকারীরা। এসময় তারা বিশ্বের সবচেয়ে দামী ব্যাগের ব্যান্ড ‘লুইস ভুইটন’ এর শোরুমে দলবলে হামলা চালিয়ে ৫০০০ থেকে ৬৫০০ ডলার মূল্যের ব্যাগ লুটপাট করে তারা। এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে শোরুমটিতে হামলা চালিয়ে প্রবেশ করে এর কাচের দেয়াল ভাংচুর করে আতংক সৃষ্টি করে লুট করে মূল্যবান মালামাল নিয়ে যায়।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও মেয়রদেরকে এই নির্দেশ দেন ট্রাম্প। ন্যাশনাল গার্ডকেও বিক্ষোভ দমনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।খবর সিএনএনের

বিক্ষোভকারীদেরকে ‘সরকারি সম্পদ বিনষ্টকারী’ আখ্যা দিয়ে ট্রাম্প তাদের দীর্ঘ মেয়াদে আটক রাখার নির্দেশ দেন। আদেশ অনুযায়ী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড যেভাবে কঠোর অভিযান চালিয়েছে বিক্ষোভকারীদের ওপর তাতে খুশি হয়ে ওই বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইটও করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘প্রথম রাতেই যদি মেয়ররা দমন অভিযান চালাতেন তাহলে কোনো সমস্যাই হতো না।’ এসব আদেশ ও বার্তা দিয়ে ট্রাম্প মূলত পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান চালানোর সবুজ সংকেত দিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360