নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জন্য পাকিস্তানে ওষুধ পাঠিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার পাকিস্তানি পত্রিকা ডনের এক ফেসবুক পোস্টে এতথ্য জানানো হয়। সম্প্রতি একটি বিশেষ কার্গো ফ্লাইটে বেক্সিমকোর প্রস্তুতকৃত রেমডিসিভির (ব্র্যান্ড নাম বেমসিভির) পাঠানো হয। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের অনুরোধে ওষুধগুলো পাঠানো হয়েছে।
রেমডেসিভির যুক্তরাষ্ট্রের গিলিয়েড সায়েন্সেসের উদ্ভাবিত একটি ওষুধ। করোনায় আক্রান্তদের ওপর এই ওষুধ অনেকটা কার্যকরী বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সেরা নিউজ/আকিব