বিনোদন ডেস্ক:
৩ বছর পর ফের ডাবিং শুরু করেছেন আসিফ-অধরা।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চিত্রপরিচালক শাহীন সুমন নির্মাণ করছেন ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর ও চিত্রনায়িকা অধরা খান। ২০১৬ সালে এর শুটিং শুরু হলেও এখনো কাজ শেষ হয়েনি। তবে ২০২০ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সম্প্রতি সিনেমাটির পুনরায় ডাবিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিংয়ে অংশ নিয়েছেন আসিফ নূর ও অধরা খানসহ অন্যান্য শিল্পীরা। এ প্রসঙ্গে নির্মাতা শাহীন সুমন বলেন, ‘কাজ শেষ করতে না পারায় ‘পাগলের মতো ভালোবাসি’ এখনো মুক্তি দিতে পারিনি। সিনেমার ডাবিং আগেই করা হয়েছিল। কিন্তু কয়েকজনের ডাবিংয়ে কিছু সমস্যা ছিল, তাই এখন পুনরায় করছি। আশা করছি সব কাজ শেষ করে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দিতে পারবো।’
আসিফ নূর বলেন, ‘ভালোবাসার গল্পের সিনেমা এটি। সিনেমাটির জন্য অনেক কষ্ট করতে হয়েছে। অনেক আগেই শুটিং ও ডাবিং শেষ করেছি। পরিচালক চাইলেন তাই কিছু ডাবিং পুনরায় করতে হলো। সব মিলিয়ে বলতে পারি দর্শকদের জন্য একটি ভালো সিনেমা অপেক্ষা করছে।’
আসিফ-অধরা ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’র একটি গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।