৩ মাস পর বার ও রেস্তোরাঁ ও খুলেছে মিশিগানে, অপেক্ষায় ক্যাসিনো - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
৩ মাস পর বার ও রেস্তোরাঁ ও খুলেছে মিশিগানে, অপেক্ষায় ক্যাসিনো - Shera TV
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

৩ মাস পর বার ও রেস্তোরাঁ ও খুলেছে মিশিগানে, অপেক্ষায় ক্যাসিনো

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বার ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। গত ৮ জুন রাজ্যেটির বার ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়। তবে রাজ্যের গভর্নরের আদেশ অনুযায়ী, এসব স্থানে সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটেশনসংক্রান্ত আইন মানতে হবে। ধারণক্ষমতার কেবল ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন।

তিন মাস পর বার ও রেস্টুরেন্ট খোলায় সেখানে গ্রাহকদের ভিড় লক্ষা করা যায়। দীর্ঘদিন পর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে বারে বা রেস্টুরেন্টে অনেকের দেখা হয়।

এদিকে ৮ জুন ডেট্রয়েটের ক্যাসিনো আবার খোলার পরিকল্পনা হিসেবে মিশিগান গেমিং কন্ট্রোল বোর্ড ডেট্রয়েটের তিনটি ক্যাসিনোর জন্য একটি গাইডলাইন অনুমোদন করেছে। সে অনুযায়ী ভবিষ্যতে যাঁরা ক্যাসিনোতে আসবেন, তাঁদের জন্য কিছু নিয়ম চালু করা হবে। যেমন মাস্ক পরতে হবে, শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে, ধূমপান করা যাবে না, পোকার খেলা যাবে না, বুফে খাওয়া নিষেধসহ আরও কিছু নিয়ম থাকবে। ক্যাসিনোগুলোতে ধারণক্ষমতার সর্বোচ্চ ১৫ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন।

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে গত ১৬ মার্চ থেকে ডেট্রয়েটের তিনটি ক্যাসিনো বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ ক্যাসিনোগুলো খুলবে, এ ব্যাপারে এখনো গভর্নর গ্রিচেন হুইটমার কিছু বলেননি।

এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে প্রতিবাদ, বিক্ষোভ ও মিছিল টানা ১১ দিনের মতো অব্যাহত রয়েছে। ৮ জুন বিকেল থেকেই ডেট্রয়েট ডাউন টাউনে মিশিগান অ্যাভিনিউয়ে অবস্থিত ডেট্রয়েট পুলিশ সদর দপ্তরের সামনে প্রতিদিনের মতো প্রতিবাদকারীরা সমবেত হতে থাকেন। এরপর প্রতিবাদকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

রাত ১০টার পর প্রতিবাদকারীরা মিছিল নিয়ে আবার ডেট্রয়েট পুলিশ সদর দপ্তরের সামনে ফিরে আসেন। এরপর সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। কিছুদিন থেকে ডেট্রয়েটে রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। ৮ জুন থেকে ডেট্রয়েটে কোনো কারফিউ থাকবে না বলে জানিয়েছেন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360