সেরা নিউজ ডেস্ক:
কৃষ্ণাঙ্গদের হত্যাকারী হিসেবে পরিচিত ‘কুখ্যাত’ বেলজিয়ান রাজা লিওপোল্ড দ্বিতীয়’র মূর্তি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী রাজার মূর্তিটি ক্রেন দিয়ে বেদী থেকে নামিয়ে ফেলে।
সোমবার বেলজিয়ামের অ্যান্টয়ার্প শহরে এই রাজার একটি মূর্তি উচ্ছেদ করে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা।
উনিশ শতকের বেলজিয়ামের রাজা লিওপোল্ড দ্বিতীয় এর অধীনে ছিল আফ্রিকার কঙ্গো অঞ্চল। তার আমলে সেখানে দশ লাখেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। যেটি এখন ডিআর কঙ্গোতে পড়েছে।
কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা সংগঠকেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, রাজা লিওপোল্ড দ্বিতীয়’র এই মূর্তি যাতে অপসারণ করা হয়।
২৫ মে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। তাকে সহায়তা দেয় আরও তিন পুলিশ কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভের সেই ঢেউ ছড়িয়ে পড়ে ইউরোপেও।
সেরা নিউজ/আকিব