অনলাইন ডেস্ক:
ব্রাজিলে চলছে তথ্য নিয়ে একটা সংশয়। এরই মধ্যে এক চিকিৎসক দাবি করেছেন চীন যেভাবে পরীক্ষা করেছে সেগুলো পুরোপুরি ফালতু ছিল।
ব্রাজিলের সংকটগুলোর অন্যতম ছিল টেস্ট কিটের অভাব, কিন্তু সরকারের গাফেলতিকেও বড় কারণ মনে করেন বিশেষজ্ঞরা।
ব্রাজিলের ফ্লিউরি ল্যাবের ক্লিনিকাল ডিরেক্টর ড. চেলসো গ্রানাতো বলেন, ফেব্রুয়ারি ও মার্চ মাসে চীন প্রচুর কিট পাঠায় ব্রাজিলে। ১১টি ব্র্যান্ড আমরা টেস্ট করি। সবগুলোই একেবারে ফালতু ছিল।
সেরা নিউজ/আকিব