আজ থেকে লকডাউন তুলে নিল মালয়েশিয়া - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আজ থেকে লকডাউন তুলে নিল মালয়েশিয়া - Shera TV
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

আজ থেকে লকডাউন তুলে নিল মালয়েশিয়া

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে, এমন ঘোষণা দিয়ে গত বুধবার এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১০ জুন থেকে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে দেশটিতে জারি করোনা লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বুধবার মালয়েশিয়ার নতুন করে মাত্র দুইজন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের এই নিম্নগতি প্রমাণ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণাটি ছিল বাস্তবসম্মত।

ওইদিন প্রধানমন্ত্রী মুহিদ্দীন তার ভাষণে বলেন, ‌‌‘সফলতার সঙ্গে করোনা মহামারি নিয়ন্ত্রণে এসেছে। এখন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়কাল হবে দেশের জন্য পুনরুদ্ধার পর্ব। ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার যে আপনাদের জীবনের লাগাম আজীবন টেনে ধরতে পারে না এ বিষয়ে আমি সচেতন।’

বুধবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানসহ অধিকাংশ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য ভ্রমণের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে দেওয়া বিধিনিষেধও প্রত্যাহার হয়েছে। তবে আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক সীমান্ত। স্কুল খুলবে ২৪ জুন থেকে।

এছাড়া পার্ক, নাইট ক্লাব, যেসব খেলায় খুব কাছাকাছি আসার প্রয়োজন হয় সেসব খেলা এবং অতিরিক্ত জনসমাগম হবে এমন  বিনোদন কেন্দ্র আপাতত বন্ধ থাকবে। কঠোর লকডাউনে রোগটি নিয়ন্ত্রণে আসার পর গত মে মাস থেকেই দেশটির লকডাউন ধীরে ধীরে শিথিল হতে শুরু করে।

গত ১৮ মার্চ থেকে গুরুত্বপূর্ণ নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ। পাশাপাশি সব ধরনের জনসমাবেশ ও ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপিত ছিল এতদিন। দেশটিতে শনাক্ত ৮ হাজার ৩৩৮ জন রোগীর ১১৮ জন মারা গেছে। গত এক সপ্তাহে শনাক্ত হয়েছে ৩৫ জন; মৃত্যু একজনের।

প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন সেদিন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, দেশে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংক্রমণ অনেকটা কমেছে। এছাড়া ভাইরাসটি এখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সবকিছু স্বাভাবিক করার পথে হাঁটবো।’

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360