অনলাইন ডেস্ক:
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ ঘোষণা দেন। তিনি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে।
উভয় দেশ তাদের অর্থনীতিক কর্মকাণ্ড চালু করলেও সীমান্ত বন্ধ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের উভয় দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।
কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
এ পর্যন্ত কানাডায় ৯৯ হাজার ৪৬৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং ৮ হাজার ২১৩ জন এ প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে ২১ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ।
এ অবস্থায় লকডাউন তুলে নেয়া রাজ্যগুলোতে নতুন করে করোনায় সংক্রমণ শুরু হয়েছে এবং হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেতে শুরু করেছে।
এ কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সীমান্ত বন্ধ রাখার এ ঘোষণাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
সেরা নিউজ/আকিব