ইন্টারন্যাশনাল ডেস্ক: নিউজিল্যান্ডে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এর আগে গত ১১ বছর আগে দায়িত্ব পালন করার সময় এক পুলিশ সদস্য খুন হয়েছিলেন।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর নিউজল্যন্ডের অকল্যান্ড শহরে একটি গাড়ি থামানোর চেষ্টা করলে গুলিতে তিনি নিহত হন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ হামলায় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে গেছে গুলি ছোড়া দুর্বৃত্তরা; হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
তবে হামলায় পুলিশ সদস্য খুন হওয়ার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একটি বাড়ি ঘিরে সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, নিউজিল্যান্ডে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাধারণত কোনও ধরনের অস্ত্রই বহন করতে দেখা যায় না। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ নিহত হওয়ার ঘটনাও হাতে গোনা।
পুলিশ জানিয়েছে, এর আগে ২০০৯ সালের মে মাসে একটি বাড়িতে পরোয়ানা নিয়ে তল্লাশি চালানোর সময় একজন সিনিয়র কনস্টেবল হত্যার শিকার হয়েছিলেন। শুক্রবারের ঘটনার আগে সেটিই ছিল সর্বশেষ।
পুলিশ কমিশনার অ্যান্ড্রিও কোস্টার বলেন, দুই পুলিশ কর্মকর্তাতে নির্মমভাবে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছেন।
সেরা নিউজ/আকিব