স্পোর্টস ডেস্ক:
মাশরাফি বিন মুর্তজা ও নাফিস ইকবালের পর মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।
শুধু অপুই নন! তার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ছাড়াও বিভিন্ন রোগে আগে থেকেই ভুগছেন অপুর বাবা-মা।
সংবাদ মাধ্যমকে অপু নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরেই অপুর বাবার শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। নমুনা পরীক্ষা করার পর ফলাফল পজিটিভ আসে।
বাবা করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতার জন্যই নিজের ও মার নমুনা পরীক্ষা করান অপু। শনিবার তাদের ফলাফল পজিটিভ আসে।
জাতীয় দলের হয়ে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অপু বলেন, আজকে আমার রিপোর্ট পজেটিভ এসেছে। ৪-৫ দিন ধরে আব্বুর জ্বর-ঠাণ্ডা ছিল। পরীক্ষায় উনার পজেটিভ এসেছে। আমার ফলাফল আজকে এসেছে, আমারও পজিটিভ। শরীরে ব্যথা আছে, মাথাব্যথাও আছে। সঙ্গে ঠাণ্ডা লাগার মতো হয়ে আছে।
সেরা নিউজ/আকিব