মৃত্যুপুরি ইতালিতে আশার আলো, কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মৃত্যুপুরি ইতালিতে আশার আলো, কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার - Shera TV
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

মৃত্যুপুরি ইতালিতে আশার আলো, কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে ইতালিতে। বুধবার (২৪ জুন) দেশটিতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৮ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৬৪৪ জন। আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৫৫ জন। খবর আনাদোলু এজেন্সির।

ইতালির গণসুরক্ষা সংস্থার দেওয়া তথ্যমতে দেশটিতে আক্রান্তের সংখ্যা বুধবার ৯১৮ জন কমেছে। এ পর্যন্ত সেরে উঠেছে ১ লাখ ৮৬ হাজার ১১১ জন। মে মাসে যে ভয়াবহ সময়ের মধ্য দিয়ে গিয়েছিল দেশটি, জুনে এসে সেটা দারুণভাবে কাটিয়ে উঠেছে। অপেক্ষায় আছে করোনামুক্ত দেশ ঘোষণার।

ইতালির লোম্বার্ডি অঞ্চলে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৬ হাজার ৫৮৬ জন। যা দেশটির মোট মৃতের প্রায় অর্ধেক।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ২ হাজার ৩৯৯ জন। মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন। সেরে উঠেছে ৫১ লাখ ৬০ হাজার ৩৪৩ জন। চিকিৎসাধীন রয়েছে ৩৮ লাখ ৫৮ হাজার ৩৯২ জন। তার মধ্যে ৫৮ হাজার ৩৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360