সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বৃহস্পতিবার নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৭২। একদিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
অপরদিকে একদিনেই প্রাণ হারিয়েছে আরও ২ হাজার ৪২৫ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ২৯৯ এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৪১০ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৬৭৬। অপরদিকে মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৭৮৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১০ লাখ ৫২ হাজার ৩৮৯ জন।
তবে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন যে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অন্তত দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আর সামনের দিনগুলোতে রাজ্যগুলোতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি