করোনায় ১০দিনের ব্যবধানে মা-বাবাকে হারালেন পিয়াল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনায় ১০দিনের ব্যবধানে মা-বাবাকে হারালেন পিয়াল - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

করোনায় ১০দিনের ব্যবধানে মা-বাবাকে হারালেন পিয়াল

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

বিনোদন ডেস্ক:
শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা মাহাদী হাসান পিয়ালের মা। ঠিক ১০ দিন আগে এই অভিনেতা করোনায় তাঁর বাবাকে হারান। মা–বাবার সংস্পর্শে থেকে এই অভিনেতা ও তাঁর বোন দুজনের শরীরে করোনার লক্ষণ কিছুটা দেখা দিলেও তাঁরা করোনা নেগেটিভ। তাঁরা এখন নিজ বাসাতেই আছেন।

কান্নাজড়িত কণ্ঠে অভিনেতা পিয়াল বলেন, ‘মূলত নিউমোনিয়ার কারণেই মায়ের এমনটা হয়েছে। মা ধকলটা সহ্য করতে পারেননি। মাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই বেশি অসুস্থ হতে থাকেন। পরে আজ সকাল পৌনে দশটার দিকে মারা গেছেন।’

এ সময় তিনি তাঁর মা–বাবার জন্য দোয়া চান। তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। তাঁকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ তাঁর অবস্থা খারাপ হয়ে ১৬ জুন তিনি মারা যান। তাঁর বাবার সেবা করার জন্য সার্বক্ষণিক তাঁর মা পাশে ছিলেন। যে কারণে তিনিও করোনায় আক্রান্ত হন। ১৭ জুন থেকে তাঁর মাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মায়ের টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে।অভিনেতা মাহাদী হাসান পিয়াল। ছবি সংগৃহীত।

এর আগে যোগাযোগ করা হলে শিল্পী সংঘের নেতা অভিনেতা রওনক হাসান জানান, ‘পিয়াল নিজেই সকালে ফোন দিয়ে তার মায়ের মৃত্যুর খবর দেয়। করোনায় মা–বাবা দুজনকে হারিয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন পিয়াল। যেহেতু কাছে যেতে পারছি না, সে জন্য আমরা তাকে ফোনে মানসিকভাবে সাহস দেওয়ার চেষ্টা করছি। আমরা শুরু থেকে তার সঙ্গে আছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবই আমরা করেছি।

 

তার বাবা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার পরের দিন থেকে তার মায়ের শ্বাসকষ্টের সমস্যা হতে থাকে। আমরা ১৭ জুন তার মাকে সংগঠনের উদ্যোগে হাসপাতালে ভর্তি করি। পিয়াল ও তার বোনের করোনার উপসর্গ দেখা দিয়েছে। এখনই তাদের টেস্ট করা সম্ভব হচ্ছে না। তার মায়ের দাফন–কাফন সম্পন্ন হয়েছে। দু–এক দিন পরেই তাদের মানসিক অবস্থা বিবেচনা করে করোনা টেস্ট করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360