যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৪০ হাজার করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে।
চলতি সপ্তাহে দেশটির টেক্সাস, আলাবামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইডাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাডা, ওকলাহোমা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও ওয়াইমিং অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনা রাজ্যের বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা আপাতত বন্ধ থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রে গত ২৪ এপ্রিল সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছিল। ওই দিন ৩৬ হাজার ৪০০ জন ব্যক্তির দেহে নতুন করোনার উপস্থিতি পাওয়া গিয়েছিল।
তবে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি দেশটিতে সংক্রমণের প্রকৃত হার আরও বেশি। প্রকৃত হার আরও ১০ গুণ বেশি।
দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।
এদিকে জনগণের আচরণের কারণে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া পদক্ষেপ ‘কাজ করছে না’ বলে মন্তব্য করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি।
যুক্তরাষ্ট্রে ২৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২২ হাজার ৩৭০ জনের।
সেরা নিউজ/আকিব