লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্য উত্তেজনা চলছে। সীমান্তে দুই দেশেই সেনা মোতায়েন করেছে। এরই মধ্যে সীমান্তে বৈঠকে বসেছিল দুই দেশ। তবে কোনো সমাধান হয়নি। এদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে ভারতও কোনো ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে।
খবরে বলা হয়েছে, চীন পূর্ব লাদাখের লেহ জেলার অন্তর্গত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দুই ডিভিশন (২০,০০০) সেনা মোতায়েন করেছে। উত্তরাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আরেক ডিভিশন (১০,০০০) সেনা মোতায়েন রয়েছে।
খবরে আরও বলা হয়েছে, চীনা সেনাবাহিনী পূর্ব লাদাখ সেক্টরে এলএসি বরাবর দুই ডিভিশন (প্রায় ২০,০০০) সেনা মোতায়েন করেছে। আর একটি ডিভিশন আছে ১০,০০০ সেনা। যা উত্তর জিনজিয়াং প্রদেশে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। চীনের সমতল ভূখণ্ডের কারণে নির্দেশ পেলে এই ডিভিশন ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে পৌঁছাতে পারবে।
এদিকে চীনা গতিবিধির ওপর নজর রাখছে ভারতও। ভারতীয় নৌবাহিনী লাদাখে উচ্চ-শক্তিধর নৌকাযান প্রেরণ করছে।
সেরা নিউজ/আকিব