করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট এ নিয়ে একটি কার্যনির্বাহী আদেশ জারি করেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ খুব বিপজ্জনক মোড় নিয়েছে। হাসপাতালে করোনা রোগীর ভর্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।বুধবার (১ জুলাই) একদিনে ৮,০০০ এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
গভর্নর অ্যাবোট বলেন, মুখে মাস্ক পরে বের হলে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকে। এতে টেক্সাসকে ব্যবসার জন্য উন্মুক্ত রাখতে সহায়তা করবে।
তিনি বলেন, এটা যারা মানবে না তাদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার অ্যাবোট বলেছেন, আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি যেখানে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে । তাই আমরা যদি লকডাউন এড়াতে চাই, নিজেদের ও পরিবারকে রক্ষা করতে চাই তাহলে এই আদেশ আমাদের মেনে চলা উচিত।
লকডাউন শিথিল করার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় করোনার সংক্রমণ বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে।
সেরা নিউজ/আকিব