ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস মহামারিতে যুক্তরাজ্যে গেলে যে ৫৯টি দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন মানতে হবে না, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ঠাই পাওয়া গ্রিস, স্পেন, ফ্রান্স এবং বেলজিয়ামসহ ৫৯ দেশের নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের কোয়ারেন্টাইন পালন করতে হবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেন সরকারের প্রকাশিত তালিকার এই ৫৯ দেশের নাগরিকরা কোয়ারেন্টাইনের বিধি-নিষেধের আওতামুক্ত থাকবেন। আগামী ১০ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে চীন, যুক্তরাষ্ট্র, সুইডেন এবং পর্তুগালের নাগরিকরা যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
করোনার ঝুঁকিমুক্ত বিবেচনায় হলুদ ও সবুজ হিসাবে চিহ্নিত করা হয়েছে ওই ৫০ দেশকে। এসব দেশ থেকে কেউ যুক্তরাজ্য সফরে গেলে তাদের কোয়ারেন্টান মানতে হবে না। তবে লাল তালিকাভূক্ত ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর নাগরিকরা ব্রিটেনে প্রবেশ করলে কোয়ারেন্টাইনের শর্ত পালন করতে হবে।
দেশটিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আসার পর বিদেশিদের মাধ্যমে সংক্রমণের বিস্তাররোধে জুনের শুরু থেকেই বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়।
সেরা নিউজ/আকিব