নিউজ ডেস্ক:
সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক অধিনায়ক। এবার তিনি সভাপতি হচ্ছেন সেই ক্রিকেট বোর্ডের। সোমবারই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। আগামী ২৩ অক্টোবর তার বোর্ডের কার্যভার গ্রহণ করার কথা। এ কারণে তাকে অনেক দায়িত্ব ছাড়তে হচ্ছে।
তবে প্রায় এক দশক ধরে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার নন-ফিকশন শো ‘দাদাগিরি’ছাড়ছেন সৌরভ। ক্রিকেটের থিমে তৈরি শো’টি সঞ্চালনা করেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠান। আর এর পুরো কৃতিত্ব দাদার।
এদিকে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব ছাড়ছেন সৌরভ। ধারাভাষ্য ও কলাম লেখা থেকে বিরতি নিচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদেও ইস্তফা দিচ্ছেন।