লাইফস্টাইল ডেস্ক:
উজ্জ্বল ও চকচকে ত্বক কে না চায়। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নিতে হবে বাড়তি যত্ন।
মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে যা করবেন-
ঠাণ্ডা পানিতে মুখ ধোয়া
ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজটি করতে পারেন।
গ্লিসারিন
ত্বকের জন্য খুবই উপকারী গ্লিসারিন। এটি ত্বককে উজ্জ্বল করার সঙ্গে হাইড্রেট করতেও সাহায্য করে। একটি পাত্রে গোলাপ জল ও কয়েক ফোঁটা লেবুর রস ও একটু গ্লিসারিন মিলিয়ে নিন। একটি বোতলের ঢেলে ফ্রিজেও রাখতে পারেন।
প্রতিদিন একবার ব্যবহারে মুখের অবাঞ্ছিত ব্রণ ও দাগ দূর হবে। এটি মুখে লাগানোর জন্য তুলোর ব্যবহার করুন।
তথ্যসূত্র: এনডিটিভি
সেরা নিউজ/আকিব