স্পোর্টস ডেস্ক:
একদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে এবারের এশিয়া কাপ বাতিল ঘোষণা করা হলো। যদিও পরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড গাঙ্গুলির এই ঘোষণাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে মন্তব্য করে, এশিয়া কাপ বাতিল ঘোষণা করার কে সৌরভ গাঙ্গুলি?
কিন্তু পিসিবি যতই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির ঘোষণাকে তুচ্ছ-তাচ্ছিল্য করুক, একদিন পরই ঠিকই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকেও ঘোষণা এলো, এশিয়া কাপ বাতিল।
এক বিবৃতিতে এসসি জানিয়েছে, আশা করা যাচ্ছে আগামী বছর জুনে ৬টি দল নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হবে। ৬ দলের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্য যে কোনো একেটি দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট।
বিবৃতিতে বলা হয়, ‘যদিও এসিসি চায় যে, এই টুর্নামেন্টটি সঠিক সময়েই আয়োজন করার। কিন্তু করানাভাইরাসের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রতিটি দেশের আলাদা আলাদা কোয়ারেন্টাইন নিয়ম এসিসিকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ঠেলে দিয়েছে। সবকিছু মিলিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা, কমার্সিয়াল পার্টনার, সমর্থকদের স্বাস্থ্যগত নিরাপত্তার চরম ঝুঁকিই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিধায়, এশিয়া কাপ বাতিল ঘোষণা করা ছাড়া উপায় ছিল না।’
এসিসি জানাচ্ছে, তারা সিদ্ধান্তটি নিয়েছে প্রতিটি দেশের বোর্ডের সঙ্গে আলোচনা করেই। বিবৃতিতে বলা হয়, ‘প্রতিটি বোর্ডের সঙ্গে আলোচনার পর উপরোক্ত সবকিছু বিচার বিবেচনা করে ২০২০ সালের এশিয়া কাপকে স্থগিত ঘোষণা করা হলো।’
সেরা নিউজ/আকিব