সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) চার্টার ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করার কথা জানালো মার্কিন পরিবহন দফতর। পাকিস্তানের ভুয়া সনদধারী পাইলটদের নিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের শঙ্কার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে দফতর এ-সংক্রান্ত একটি তথ্য পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, ১ জুলাই বিশেষ এই অনুমোদন বাতিল করা হয়।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর পিআইএ কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের জিও নিউজ চ্যানেল জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে পিআইএ এবং এই শঙ্কা কাটিয়ে তুলতে তারা সংশোধনের পদক্ষেপ নিতে যাচ্ছে।
সেরা নিউজ/আকিব