নাম ‘ইয়ুথ নেটওয়ার্ক সেন্টার’। মাত্র আড়াই মাস বয়স এই প্লাটফরমের। অথচ, তাদের সাংগঠনিক কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতির দিকে নজর দিলে মনেই হয় না মাত্র আড়াই মাসের প্লাটফরম এটি। অনলাইন লার্নিং কার্যক্রমকে মূখ্য উদ্দেশ্য হিসেবে রেখে তারা এগিয়ে চলছে তারুণ্যের উদ্যমে। এই আড়াই মাসেই তারা অসাধারণ কিছু আয়োজন উপহার দিয়েছে তাদের দর্শকদের কাছে। একেবারে শুরুতে কমিউনিকেশন্স স্কিলের উপর কয়েকজন দক্ষ মানুষকে লাইভ সেশনে আনার মাধ্যমে ইয়াং জেনারেশনকে সরাসরি কমিউনিকেশন্স স্কিলের ব্যাপারে ধারণা দেয়া হয়। এই সেশনগুলো থেকে তারা কতটুকু শিখেছে, তার যাঁচাই হিসেবে তারা মাত্র ১০ দিন বয়সেই আয়োজন করে ফেলে ‘ওয়ান মিন স্পিচ’ নামক একটি আয়োজনের, যেখানে মাত্র ১ মিনিটের মধ্যেই প্রতিযোগীদেরকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দিতে হয়েছে।
অসাধারণ এই আয়োজনের পরে তারা আয়োজন করলো ‘মিট দা বস্’ নামক লাইভ শো যেখানে নিজ অঙ্গনে সেরা মানুষদেরকে লাইভ প্রোগ্রামে আমন্ত্রন জানানো হয় এবং তারপর প্লাটফরমটির প্রতিষ্ঠাতা ও বিখ্যাত উপস্থাপক ঈশা খান বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ইনাদের কাছ থেকেই ইয়াং জেনারেশনের জন্য লার্নিং-এর জায়গাটি বের করে আনার চেষ্টা করে আনেন। এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার সিইও ও বিখ্যাত সাংবাদিক জ. ই মামুন, মিস্ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তী, বিখ্যাত অভিনেতা ও ইউটিউবার আদনান ফারুক হিল্লোল, বিখ্যাত মডেল, আরজে, উপস্থাপিকা ও অভিনেত্রী নওশিন নাহরীন, বিখ্যাত নাট্যকার ও পরিচালক শিহাব শাহীন, ট্রান্সফোটেক একাডেমি – নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শেখ গালিব রহমান, বিএসডিআই এর পরিচালক কে এম হাসান রিপন, বাংলাদেশ ক্রিকেট টিমের পেসার মোহাম্মদ শরীফ, বিখ্যাত উপস্থাপক কাজী সাবির, রেডিও টুডে এর সিনিয়র নিউজরুম এডিটর আবিদ আজম, সময়নিউজ এর নিউজরুম এডিটর ইসমাত জাহান শুকলা সহ আরও অসংখ্য বিখ্যাত এবং দক্ষ ব্যক্তিবর্গ।
YNC তার কার্যক্রমের মাধ্যমে মাত্র আড়াই মাসেই ছড়িয়ে পড়েছে ২০টির অধিক জেলাতে। অর্থাৎ ২০টির অধিক জেলাগুলোতে YNC এর নিজস্ব সহযোদ্ধার দল তৈরী হয়েছে। এই সহযোদ্ধাদেরকে সাধারণ সদস্য হিসেবে ডাকতে তারা নারাজ। তাই তাদের সকলের পদবী দেয়া হয়েছে ‘এসোসিয়েট’ অর্থাৎ ‘সহযোগী’। এবার নিজেদের এই সহযোদ্ধাদেরকেই পরিপূর্ণভাবে প্রস্তুত করার তাগিদেই YNC আয়োজন করতে চলেছে ‘এসোসিয়েট স্কিল প্রোগ্রাম – এএসপি’। খুবই মজাদার এই ট্রেনিং সেশন চলবে ১৫ দিন, যা শুরু হচ্ছে ১৫ জুলাই, ২০২০। এই ট্রেনিং শুরু হবে এই ১৫ দিনেই সকাল ৭টায়। YNC অথোরিটি মনে করেন, “একজন শুধু ট্রেনিং দেয়ার জন্য দিলে তাতে কোনো ফলাফল আসে না। ট্রেনিং এমনভাবেই দিতে হবে যেন ট্রেইনিরা পরিপূর্ণভাবে নিজেদের ট্রেনিং-এর প্রেক্ষাপটে নিজেদেরকে বদলাতে পারে। আমাদেরকে অবশ্যই ভোরে ওঠা এবং দ্রুত ঘুমিয়ে যাওয়ার অভ্যেস করতে হবে। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এর কোনো বিকল্প নেই। সেজন্য এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থা রাখা। অন্তত ১৫ দিন টানা ভোরে উঠতে পারলে সেটা অভ্যেসে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে”
এই ট্রেনিং-এ ট্রেইনার হিসেবে আমন্ত্রন গ্রহন করেছেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) এর সম্মানিত নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, ট্রান্সফোটেক একাডেমি – নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শেখ গালিব রহমান, ওয়াটারমার্ক এমসিএল লিমিটেড এর ক্রিয়েটিভ বিভাগের প্রধান রাজিব আহমেদ খান, মাইন্ডভানা একাডেমি – লন্ডন এর সহ-প্রতিষ্ঠাতা রায়ান রহমান এবং ইয়ুথ নেটওয়ার্ক সেন্টার এর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক ঈশা খান। ট্রেনিং-এ অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও টিশার্ট পাবেন। ট্রেনিংটি আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
সেরা নিউজ/আকিব