রাজধানীর কাকরাইলের লাজ ফার্মায় র্যাবের অভিযানে ৫০ প্রকারের বেশি অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

অভিযান চলাকালীন পলাশ বসু জানান, লাজ ফার্মায় ৫০ প্রকারে বেশি অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া গেছে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকার বেশি। তাদেরকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান এখনও চলছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, এটা অত্যন্ত বড় অন্যায়। এই অপরাধে আমরা লাজ ফার্মাকে জেল এবং অর্থদণ্ড দুটোই করবো।
র্যাব এবং ঔষধ প্রশাসন অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
সেরা নিউজ/আকিব