রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বিরুদ্ধে এই আদেশ জারি করা হয়।
মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের দুটি মামলা করেছে সিএমএম কোর্টে। সেই মামলায় বিচারক মঈনুল ইসলাম সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করা, ভুয়া রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অপরাধের দায়ে গত ৭ জুলাই সাহেদসহ ২৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব।