অনলাইন ডেস্ক:
নিউইয়র্কের ৫ জন স্টেট সিনেটর ‘গুড উইল ভিজিট’-এ বাংলাদেশ যাচ্ছেন। সংশ্লিস্ট সূত্র জানায়, নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি বিশেষ করে ব্রঙ্কসে বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত স্টেট সিনেটর লুইস সেপুলভেদার
নেতৃত্বে বাংলাদেশ সফরকারী সিনেটরগণ হচ্ছেন স্টেট সিনেটর জন ল্যু, স্টেট সিনেটর জেমস স্কুফিস, স্টেট সিনেটর লিরয় কমরি ও স্টেট সিনেটর কেভিন এ পার্কার। প্রতিনিধি দলের সাথে আরো ৩জন স্টাফও থাকবেন।
আগামী ১৮ অক্টোবর তারা বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। তারা বাংলাদেশে এক সপ্তাহ অবস্থান করবেন। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশীদের বন্ধু হিসেবে তারা প্রবাসীদের জন্মস্থান বাংলাদেশ দেখতে আগ্রহী । যার ফলে তারা এই সফরে যাচ্ছেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, এই সফরকালীন স্টেট সিনেটরগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয়ের অতিথি হিসেবে জাতীয় সংসদ পরিদর্শণ ও জাতীয় সংসদের স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়েও তাদের
মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়াও তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও পর্যটন জেলা কক্সবাজার ও সিলেট সহ বিভিন্ন স্থান ভিজিট করবেন। প্রতিনিধি দলটি আগামী ২৬ অক্টোবর নিউইয়র্কে ফিরে আসবেন বলে জানা গেছে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, স্টেট সিনেটরগণ সফরকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। তাদের এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সুসম্পর্ককে আরো জোরদার করবে।