বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে খাদ্য বিতরন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে খাদ্য বিতরন - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে খাদ্য বিতরন

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট:
মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে সাউথ জ্যামাইকার তিনটি মসজিদে বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের মাঝে হালাল খাবার খাবার(গ্রোসারী ), মাস্ক ও মসজিদের মুসল্লিদের জন্য স্যানিটাইজার বিতরন করা হয় । গত শুক্রবার ১৭ ই জুলাই এবং ১৮ই জুলাই শনিবার তিনটি মসজিদে কাউন্সিল মেম্বার এডিরিয়ানি এডামস ও কুইন্স বরো প্রেসিডেন্টের সৌজন্যে এবং কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামসের উপস্হিতি কভিড ১৯ এর কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই উপকরন বিতরন করা হয় ।

কাউন্সিল মেম্বার এ সময় বলেন , আমি বাংলাদেশী কমিউনিটির প্রতি সম্মান করি , আমি এই মসজিদে কয়েকবার এসেছি কারন আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই । এই ডিস্ট্রিকের কাউন্সিল মেম্ম্বার হিসাবে এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই । জনাব আলী কমিউনিটির বোর্ড মেম্বার হিসাবে কাজ করছে ,আজ তার ডাকে চলে এসেছি । কোন বিশেষ সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী তাকে একজন গ্রেট কাউন্সিল মেম্বার হিসাবে আখ্যায়িত করে তার কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা জানান । এ সময় সেন্সাস ২০২০ এর উপর গুরুত্ব আরোপ করে সকলেই বক্তব্য রাখেন এবং উপস্থিত অনেকেই সেন্সাসে তাদের নাম লিপিবদ্ধ করেন ।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী বাবু সংগঠনের কার্যক্রমের বিষয় , সেন্সাস ও কমিউনিটিকে মূলধারায় যোগদানের জন্য অনুরোধ জানান . আরো বক্তব্য রাখেন সি: সহ সভাপতি ও কুবা মসজিদের সভাপতি সেলিম খান, সহ- সভাপতি মো: আমিন রুবেল , যুগ্ম সম্পাদক শেখ আল আমিন , সাংগঠনিক সম্পাদক শেখ গালিব রহমান . সংগঠনের কার্যকরী সদস্য ফয়েজ উল্যাহ , কাজী জিমি , মিলন মোল্লা ও সেচ্ছাসেবক আরিফুর রহমান , রাইয়ান মেহেদী সেন্সাসের কর্মকর্তা সরফরাজ আলী ও মুসা আলী . নিউ ইয়র্ক সিটি বাজেট ম্যানেজার মুনি ক্যাথারিন . উপস্থিত ছিলেন তিনটি মসজিদ কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360